গোলাপ ফুল রঙের মানে | কোন রঙের গোলাপ ফুল কী নির্দেশ করে?

আপনি কি জানেন কত রকমের গোলাপফুল আছে ? হয়ত আপনি জানেন না , প্রায় ২০ রকমের গোলাপফুলের ব্যপারে আমি গুগল থেকে জানতে পারি । আজকে আমি ২০ রঙের গোলাপ ফুল নিয়ে এই আর্টিকেল সাজিয়েছি এবং এই আর্টিকেলে আমি ২০ রঙের গোলাপ ফুলের অর্থ সহকারে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই পোস্টে । 

গোলাপ ফুল রঙের মানে - কোন রঙের গোলাপ ফুল কী নির্দেশ করে - rose-means-flower-color - NeotericIT.com


আমরা সবাই জানি যে লাল গোলাপ মানে ভালোবাসার ফুল । কাউকে প্রপোজ করতে বা ভালোবাসার কথা বলতে গেলে এই লাল গোলাপ ব্যবহার করে মানুষ । লাল গোলাপ দিয়ে ভালোবাসা বুঝায়  কিন্তু আরো প্রায় ১৯ রঙের গোলাপ রয়েছে যা এক এক রঙ ভিন্ন ভিন্ন অর্থ মিন করে । তাহলে দেরি না করে গোলাপের নাম এবং রঙের অর্থ জেনে নি । এই আর্টইকেলে আলোচনা করা হবে গোলাপ ফুল রঙের মানে নিয়ে । কোন রঙের গোলাপ কি মিন করে সেই সম্পর্কে এই পোস্টে বিস্তারিত থাকছে । 

২০ রঙের গোলাপ ফুলের নাম

  1. লাল গোলাপ
  2. হলুদ গোলাপ
  3. সাদা গোলাপ
  4. গোলাপী গোলাপ
  5. গাঢ় গোলাপী গোলাপ
  6. নীল গোলাপ
  7. সবুজ গোলাপ
  8. বেগুনী গোলাপ
  9. রক্তবেগুনী গোলাপ
  10. কমলা গোলাপ
  11. পিচ গোলাপ
  12. সালমন গোলাপ
  13. বারগান্ডি গোলাপ
  14. কালো গোলাপ
  15. তেরঙা গোলাপ
  16. রামধনু গোলাপ
  17. পিচ গোলাপ
  18. ল্যাভান্ডার গোলাপ
  19. মৃত গোলাপ
  20. কোরাল গোলাপ


লাল গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? লাল গোলাপ কিসের প্রতীক

লাল গোলাপ কিসের প্রতীক জানেন ? গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন। তাই লাল গোলাপ দিয়ে মনের কথা বলে ফেলুন রোজ ডেতে।

হলুদ গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - হলুদ গোলাপ কিসের প্রতীক

হলুদ গোলাপ কিসের প্রতীক জানেন ? জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। ঠিক ধরেছেন। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তাঁর মূল্য বোঝাতে প্রিয় বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ। হলুদ কিন্তু সতেজতারও প্রতীক।

সাদা গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - সাদা গোলাপ কিসের প্রতীক 

সাদা গোলাপ কিসের প্রতীক জানেন ? সাদা ফুল আমরা সাধারণত শোকজ্ঞাপনে ব্যবহার করলেও সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। বিদেশে বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতহেদ, কবরের উপর সাদা গোলাপ রাখার অর্থ তাঁকে মিস করা, মনে করা। তবে শুধু মৃত ব্যক্তিকে নয়, কাউকে মিস করলে আপনি তাঁকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা। 

গোলাপী গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - গোলাপী গোলাপ কিসের প্রতীক

গোলাপী গোলাপ কিসের প্রতীক জানেন ? শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে থ্যাঙ্ক ইউ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।

গাঢ় গোলাপী গোলাপ দিয়ে কি বুঝায় ?  - গাঢ় গোলাপ কিসের প্রতীক

গাঢ় গোলাপ কিসের প্রতীক জানেন ? গাঢ় গোলাপী গোলাপ দিয়ে কৃতজ্ঞতা এবং উপচিতি বুঝানো হয়ে থাকে।

নীল গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - নীল গোলাপ কিসের প্রতীক

নীল গোলাপ কিসের প্রতীক জানেন ? নীল গোলাপ ফুল দিয়ে রহস্য বুঝানো হয় । 

সবুজ গোলাপ ফুল দিয়ে কি বুঝানো হয় ? - সবুজ গোলাপ কিসের প্রতীক

সবুজ গোলাপ কিসের প্রতীক জানেন ? সবুজ দিয়ে সাধারণত যা বুঝানো হয়, সবুজ গোলাপ তারই প্রতীক। চিরতারুণ্য কামনা করতে প্রিয়জনকে একগুচ্ছ সবুজ গোলাপ দিতে পারেন।

বেগুনী গোলাপ ফুল দিয়ে কি বোঝানো হয় ? - বেগুনী গোলাপ কিসের প্রতীক

বেগুনি গোলাপ কিসের প্রতীক জানেন ? বেগুনী গোলাপ ফুল  দিয়ে মুগ্ধতা, রাজকীয়ভাব, গৌরব বুঝানো হয়ে থাকে। 

রক্তবেগুনী গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - রক্তবেগুনী গোলাপ কিসের প্রতীক

রক্তবেগুনি গোলাপ কিসের প্রতীক জানেন ? রক্তবেগুনী গোলাপ ফুল দিয়ে অনেকে প্রপোজ ও করে থাকেন । 

কমলা গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - কমলা গোলাপ কিসের প্রতীক

কমলা গোলাপ কিসের প্রতীক জানেন ? কমলা গোলাপ ফুল হলো  উদ্যম, আকর্ষণ, আবেগের প্রতীক।

পিচ গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - পিচ গোলাপ কিসের প্রতীক

পিচ গোলাপ কিসের প্রতীক জানেন ? পিচ গোলাপ ফুল বিনয় এবং তারুণ্যের প্রতীক।

সালমন গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - সালমন গোলাপ কিসের প্রতীক

সাল্মন গোলাপ কিসের প্রতীক জানেন ? সালমন গোলাপ ফুল আকাঙ্ক্ষা, উদ্দীপনার প্রতীক। এটির রঙ পিচের চেয়ে একটু গাঢ় এবং কমলার চেয়ে একটু গোলাপী। 

বারগান্ডি গোলাপ ফুল দিয়ে কি বুঝায়  ? - বারগান্ডি গোলাপ কিসের প্রতীক

বারগান্ডী গোলাপ কিসের প্রতীক জানেন ? বারগান্ডি গোলাপ ফুল নিষ্পাপ সৌন্দর্য্য বুঝায়।

কালো গোলাপ ফুল দিয়ে কি বুঝায় ? - কালো গোলাপ কিসের প্রতীক

কালো গোলাপ কিসের প্রতীক জানেন ? কালো গোলাপ ফুল দিয়ে মৃত্যু বা বিদায় বুঝানো হয়ে থাকে।

বাকি অংশ খুব শিগ্রিই আপডেট করা হব......

ফুলের ছবি নিয়ে প্রকাশিত সাম্প্রতিক পোস্ট সমূহ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url