বকুল ফুলের ছবি ডাউনলোড করতে চাইলে আপনি এই পেইজের শেষ পর্যন্ত দেখুন । কারন আজকের এই পোস্টের মাধ্যমে এমরা নিওটেরিক আইটি আপনাদের জন্য নিয়ে আসলাম বকুল ফুলের ছবি । বকুল ফুল মেয়েদের অনেক পছন্দের । বকুল ফুল দিয়ে মেয়েরা অলংকার ও বানিয়ে থাকে । যেমন গলার চেইন, কানের দুল , নাকের ফুল , ইত্যাদি । বকুল ফুল ছোট অনেক সুন্দর একটা ফুল । এই ফুল দিয়ে অনেক সুন্দর সুন্দর মালাও তৈরি করা যায় । আজকের এই আর্টিকেলে এমন সুন্দর কিছু ছবি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে ।
বকুল ফুলের ছবি ডাউনলোড বকুল ফুলের মালা ছবি ফুলের ছবি ফুলের পিক - Bacula flower - NeotericIT.com
বকুল ফুলের ছবি ডাউনলোড করার জন্য অনেকেই অনলাইনে প্রতিদিন খুজাখুজি করে । বকুল ফুলের ছবি ছাড়াও বকুল ফুলের মালা,বকুল ফুল,বকুল ফুলের ছবি,বকুল পুর,বকুল ফুলের ভেষজ গুন,বকুল ফুলের ঔষধি গুন,বকুল ফুলের ভেষজ গুণাবলী,বকুল ফুলের আয়ুর্বেদিক ব্যবহার,বকুল ফুলের কবিতা,বকুল ফুলের গাছ,বকুল ফুলের বাগান,বকুল ফুলের সাথে মজা,বকুল ফুল গাছ,পুরনো বকুল ফুলের গাছ,বকুল ফুল বকুল ফুল,দাঁতের সমস্যায় বকুল ফুল,বকুল,বকুল ফুল দিয়ে রোগের চিকিৎসা,৩০০ বছরেরও অধিক পুরনো বকুল ফুলের গাছ,বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া,বকুল ফুলের মালা ইত্যাদি লিখে গুগলে সার্চ করে থাকে ।
বাংলায় বকুল ফুলের জন্যে পরিচিত এই গাছ। বকুলের অন্যান্য ব্যবহার বাংলায় তেমন নেই। এটি একটি অতি পরিচিত ফুল। বাংলাদেশের প্রায় সব জায়গায় এর গাছ পাওয়া যায়। বাগানে ছায়া পাওয়ার জন্য সাধারনত বকুল গাছ লাগানো হয়ে থাকে। এটি মাঝারি আকারের গাছ এবং এর পাতা গুলি হয় ঢেউ খেলানো। ফুল গুলো খুব ছোট হয়। বড় জোড় ১ সেঃ মিঃ। ফুল গুলো দেখতে ছোট ছোট তারার মতো। বকুল ফুলের সুবাসে থাকে মিষ্টি গন্ধ। ফুল শুকিয়ে গেলেও এর সুবাস অনেক দিন পর্যন্ত থাকে।
বকুল ফুল, ফল, পাকা ফল, পাতা, গাছের ছাল, কাণ্ড, কাঠ সব কিছুই কাজে লাগে। বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে এর ব্যবহার রয়েছে।
বকুল ফুলের ছবি - বকুল ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের বিচরণ কমবেশি সব জায়গাতেই রয়েছে। বাংলাদেশে বকুল ফুলকে অঞ্চলভিত্তিকভাবে অনেক নামেই ডাকা হয় যেমন বকুল, বুকাল, বাকুল, বহুল, বাকাল। তবে বকুল নামেই এই ফুলটি বেশি পরিচিতি লাভ করেছে।
বকুল ফুলের ছবি
বকুল ফুলের ছবি দেখুন এই সেকশনে । বকুল ফুলের ছবি ডাউনলোড | বকুল ফুলের মালা ছবি | ফুলের ছবি | ফুলের পিক - Bacula flower - NeotericIT.com
বকুল ফুলের মালার ছবি
বকুল ফুলের মালার ছবি ডাউনলোড করুন । অথবা আপনি নতুন মালা তৈরি করতে চান এই ছবি গুল দেখে একটা আইডিয়া নিতে পারবেন । বকুল ফুলের মালার ছবি - বকুল ফুলের ছবি ডাউনলোড বকুল ফুলের মালা ছবি ফুলের ছবি ফুলের পিক - Bacula flower - NeotericIT.com
বকুল ফুলের গাছের ছবি
ফুল চিননেইল কি হবে গাছের ছবিও আপনাকে চিনতে হবে । এইজন্য আপনার জন্য নিয়ে এলাম বকুল ফুলের গাছের ছবি । এইবার আপনি দেখতে পারবেন এই পোস্টে আলোচিত সেরা বকুল ফুলের গাছের ছবি যেইখান থেকে এই সুন্দর ফুলটা উৎপাদিত হয় । বকুল গাছের গল্প পড়ুন । বকুল ফুলের গাছের ছবি - বকুল ফুলের ছবি ডাউনলোড | বকুল ফুলের মালা ছবি | ফুলের ছবি | ফুলের পিক - Bacula flower - NeotericIT.com
বকুল ফুলের পাতা
কিছু বকুল ফুলের পাতা দেখুন এইবার এই নিওটেরিক আইটির পোস্টে । বকুল ফুলের পাতা - বকুল ফুলের ছবি ডাউনলোড | বকুল ফুলের মালা ছবি | ফুলের ছবি | ফুলের পিক - Bacula flower - NeotericIT.com
বকুল ফুলের ভেষজ গুন - বকুল ফুলের ভেষজ গুণাবলী
বকুল ফুলের ভেষজ গুন সম্পর্কে জানুন ঃ
সিরাপ তৈরীর পদ্ধতিঃ
পাকা বকুল ফল আধা কেজি, চিপে ১ পোয়া মধু মিশিয়ে ৩ দিন ঢেকে রেখে পাতলা ন্যাকড়া দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। ১ ফোঁটা ১ ফোঁটা করে পড়বে। এটা সংগ্রহ করে রাখুন। এটাই বকুলের সিরাপ।
মুত্র শিথিলতায়ঃ
যাদের প্রস্রাবে সমস্যা আছে। যেমন মুত্র ঢিলা বা কষা হয়। ১০ গ্রাম বকুলের ছাল চটকে ১ পোয়া পানিতে সিদ্ধ করে অর্ধেক হয়ে গেলে ভাল করে ছেঁকে দিনে ৩ বার পান করুন। দৈনিক ১ চামচ করে ১৫/২০ দিন পান করুন। উপকার পাবেন।
দাঁতে পোকা হলেঃ
দাঁতের মধ্যে গর্ত হলে বকুলের ছাল ১০ গ্রাম নিয়ে ৪ গ্রাম পানিতে সিদ্ধ করে ৪ ভাগের ১ ভাগ হলে ছেঁকে প্রতিদিন সকালে ও রাতে ২ বার ৬/৭ চামচ করে মুখে দিয়ে ১০/১৫ মিনিট পর ফেলে দিতে হবে। এভাবে ২ সপ্তাহ ব্যাবহার করুন।
দাঁত পড়ে গেলেঃ
অল্পবয়সীদের ক্ষেত্রে দাঁত নড়লে কাঁচা বকুল ফল কিছু দিন চিবুলে দাঁতের গোঁড়া শক্ত হবে। তবে শুকনো ফলের গুড়া দিয়ে দাঁত মাজলেও কাজ হবে।
কুষ্ঠ বদ্ধতায়ঃ
বকুলের বীজের ভিতরের অংশ বাদ দিয়ে বাকিটা চুর্ণ করে ঘি মিশিয়ে পানের বোঁটায় লাগিয়ে শিশুর পায়খানার রাস্তায় দিলে ১৫/২০ মিনিটের ভিতর কাজ হবে। তারপর ঘি বা নারিকেল তেল লাগিয়ে দিবেন।
নাসা জ্বর হলেঃ
এ ধরনের জ্বর সাধারণত সারা শরীরে ব্যাথা হয়। বকুল ফুলের চুর্ণের নস্যি নিলে খুব ভাল কাজ হয়।
বকুল ফুল দিয়ে রোগের চিকিৎসা
মাথা ব্যাথায়ঃ
ফিটকিরির সাথে বকুল ফুল গুড়া করে ৮ ভাগের ১ ভাগ মিক্স করে রেখে দিন। এর নস্যি ব্যাবহার করলে মাথা ব্যাথা দূর হয়।
শ্বেতী রোগেঃ
শ্বেতী রোগ সবসময় এক হয় না তাই বুঝে নিতে হবে। যাদের শ্বেতী দুধের মত সাদা তাদের চিকিৎসা দুঃসাধ্য। যাদের শ্বেতী দুধের মত সাদা নয় তাদের ক্ষেত্রে ঘন ক্বাথে বকুল বীজ ঘসে ঐ দাগে আস্তে আস্তে ঘসতে হবে। আস্তে আস্তে দাগ হারিয়ে যাবে।
ঘন ক্বাথ তৈরী প্রনালিঃ
১০০ গ্রাম বকুলের ছাল ১ কেজি পানিতে সিদ্ধ করে অর্ধেক হলে ছেঁকে আবার ঘন করে আধা ছটাক আনুমানিক হয়ে গেলে সেটাই ঘন ক্বাথ। এ ঔষধ সেবন করার সময় শাক-সজ্বি খাওয়াই ভাল। এক্ষেত্রে কবিরাজি আরো নিয়ম আছে।
আমাশয় হলেঃ
প্রতিদিন একটি পাকা বকুল ফলের শাঁস খেলে আমাশয় ভাল হয়।
বিঃদ্রঃ - এই পোস্টের কিছু ছবি গুগল ফেইসবুক ও বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা হয়েছে । কারো কোনো আপত্তি থাকলে কমেন্ট করুন - ছবি রিমুভ করে দেয়া হবে।
আপনি আসলেই নিওটেরিক আইটির একজন মূল্যবান পাঠক । বকুল ফুলের ছবি ডাউনলোড | বকুল ফুলের মালা ছবি | ফুলের পিক - bokul fuler chobi এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ । এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবস্যয় আমাদের কমেন্ট করে জানাবেন । মানুষ হিসেবে না বুঝে কিছু ভুল করতেই পারি , তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাবেন ।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।
comment url