১০০+ রোমান্টিক সুন্দর প্রেমের ভালোবাসার কবিতা
১০০+ রোমান্টিক সুন্দর প্রেমের ভালোবাসার কবিতা .
আচ্ছালামু আলাইকুম প্রিয় অতিথি - নিওটেরিক আইটি থেকে আপনাকে স্বাগতম । আপনি নিশ্চয় ১০০+ রোমান্টিক সুন্দর প্রেমের ভালোবাসার কবিতা সম্পর্কিত তথ্যের জন্য নিওটেরিক আইটিতে এসেছেন । আজকে আমি ১০০+ রোমান্টিক সুন্দর প্রেমের ভালোবাসার কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করে এই আর্টিকেল সম্পন্ন করব । ১০০+ রোমান্টিক সুন্দর প্রেমের ভালোবাসার কবিতা সম্পর্কে আরো জানতে গুগলে সার্চ করুন - ১০০+ রোমান্টিক সুন্দর প্রেমের ভালোবাসার কবিতা লিখে অথবা NeotericIT.com এ ভিসিট করুন । মোবাইল ভার্সনে আমাদের আর্টিকেল পড়ুন । এই আর্টিকেলের মূল বিষয় বস্তু সম্পর্কে জানতে পেইজ সূচি তালিকা দেখুন। ওয়েব স্টোরি দেখুন
রোমান্টিক প্রেমের কবিতা
শ্রাবনে ওই বৃষ্টি ধারায়আজ শুধু তোমাকে খুঁজে বেড়াইযদিও তুমি অনেক দূরেতবুও রেখেছি তোমায় মন পাঁজরেনীরবে তোমায় মিস করি সারাক্ষণঅথচ তা তোমার কাছে আজও গোপন,,,,।
চোখে আছে কাজল কানে আছে দুলঠোট যেন রক্তে রাঙা ফুল।মুখে মিষ্টি হাঁসি,,,,,,,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
খুঁজিনি কারো মন,তোমার মন পাব বলে।ধরিনি কারো হাত,তোমার হাত ধরবো বলে।হাঁটিনি কারো সাথে,তোমার সাথে হাঁটবো বলে।কাউকে বাসিনি ভালো,তোমাকে ভালবাসি বলে।
তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে?তুমি যদি পর ভাবো আপন ভাববে কে?তুমি যদি কষ্ট দাও,,,,,, সুখ দিবে কে?যদি তুমি ভুলে যাও মনে রাখবে কে।
যত দূরেই যাইনা কেনো থাকবো তোমার পাশে।যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে।সকল কষ্ট মুছে দেবো মুখের হাসি,,,,হৃদয় থেকে বলছি তোমাকেই ভালোবাসি।
ফুলের বুকে মধু থাকে,নদীর বুকে ঢেউ।তুমি ছাড়া এ ভুবনে নেই যে আর কেউ।আকাশের বুকে চাঁদ থাকে,,,চাঁদের বুকে আলো।তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো।”
তুমি যদি পাখি হও আমি হবো খর।২ জন মিলে এক সাথে.... থাকবো জীবন ভর।তুমি যদি চাঁদ হও, আমি আমি হবো তারা।তোমায় দেখে দেখে আমি হবো দিশাহারা।তুমি যদি বাতাস হও আমি হবো ধুলো,২ জন মিলে সব সময় এক সাথে পথ চলবো।”
তোমার কথা ভেবে আমার দিন কেটে যায়।তোমার মুখ ভেসে ওঠে স্বপ্নের পর্দায়।তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমার ছবি আঁকি।তুমি আমার মনের মাঝের মিষ্টি কোকিল পাখি।
ঘর সাজাবো আলো দিয়ে,মন সাজাবো প্রেম দিয়ে।চোখ সাজাবো স্বপ্ন দিয়েআর তোমায় সাজাবো,,,শুধু আমার ভালোবাসা দিয়ে।
ভুলিনিত আমি তোমার মুখের হাসি,আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।আসো আবার পাশে,,,হাতটা ধরে চলো আবার সেই নদী তীরে।
মেঘ চায় বৃষ্টি,,,,,,,,মন্দের মাঝেও ভালো থাকি পেলে তোমার দৃষ্টি।তোমায় ছাড়া শূন্য ভূবন মহাকাশের মতো,নেই পাশেও তবু তোমায় ভাবছি অবিরত।
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধুই তোমাকে।
নীল আকাশ মেঘলা হলো,নামবে হয়ত বৃষ্টিআমার কথা পড়লে মনে,জানালায় রেখো দৃষ্টি।
চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না।এত সুন্দর লাগছে তোমায় হয় না তুলনা।কি সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর আঁখি।যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি।
আকাশেতে তুমি মোর সোনালি আলো,জানিনা তোমায় কেন লেগেছে ভালো।আমি হলাম সাগর, তুমি হলে ঢেউ।চুপি চুপি করবো প্রেম জানবে নাতো কেউ।
বিদেশেতে বন্ধু তুমিআমার প্রীতি নিও,আমার কথা মনে হইলেআমায় চিঠি দিও।
এই জীবনে সব পেয়েছি,পাইনি কারো মন।জানিনা যে এই জীবনে,কে হবে আপন জন।মনের মত চাই তারে,চাই তার মন,,,,হবে কি তুমি আমার কাছের একজন??
পৃথিবীর সেরা প্রেমের কবিতা
লাল গোলাপের পাপড়ি দিয়ে, লিখবো তোমার নাম,হাজার পাখির সুর দিয়, গাইবো তোমার গান,তুমি আমার জান, তুমিই আমার প্রান।
যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,চোখে জমা বিষাদ টুকু, এক নিমিষেই ধুয়ে দিতাম,মেঘলা বড়ন অঙ্গ জুড়ে, তুুমি আমায় জড়িয়ে নিতে.!কষ্ট আর পারতো না, তোমাকে অকারণে কষ্ট দিতে।
ভালোবাসে এই মন, তোমাকে চায় সারাক্ষন.!আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে,কিভাবে ভুলব তোকে, তুই যে আমার জীবন।
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া,আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া,আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া,আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া।
তুমি কি জানো তুমি আমার কাছে কি?তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা।এক অপূর্ন ইচ্ছে একটি বারের জন্যআমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।
তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,তাহলে আমি ভুলে যেতে রাজি…ভুলতে হয়তো কোনদিনও পারবো না,তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো!
যদি বলো আমায় মনে পরে কতবার?বলবো, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!যদি বলো আমায় ভালবাসো কত?আমি বলবো, ওই আকাশে তাাঁরা আছে যত!
জীবনে এমন একটা সম্পর্ক করা উচিৎ।যার সাথে সকল কিছু শেয়ার করা যায়,রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়।কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না।
দূরে গেলে তুমি, হারিয়ে যাবাে আমি।ভালােবাসি তােমায়, বােঝনা কেন তুমি।ছােট্ট এই জীবনে, একটাই শুধু চাওয়া।তােমাকে আপন করে, আমার শুধু পাওয়া।
ফুল লাল, পাতা সবুজ,মন কেন এতো অবুজ।কথা কম, কাজ বেশি,মন চায় তোমার কাছে আসি।মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি।
দিন ফুরাবে, রাত ফুরাবে,ফুরাবে ফুলের প্রান,সমায় ফুরাবে, জীবন ফুরাবে,ফুরিয়ে যাবে জান,But তোমার জন্য ফুরাবে না,আমার ভালোবাসার টান।I LOVE YOU
আজকের এই দিনগুলো, কাল সৃতি হয়ে যাবে,মনের খাতায় ডাইরীর পাতায় লেখা হয়ে রবে,কালকের এই পাতাগুলো একটু উল্টে দেখ,আবছা সব সৃতির মাঝে, আমায় খুুঁজে পাবে।
জীবন আমার ধন্য হলো,তোমায় কাছে পেয়ে,একই সাথে ভেসে যাবো,ভালোবাসার নৌকা বেয়ে।
এক জীবনে এতো ভালোবাসা কোথায় পাবে তুমি,তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ এনে দিতে পারি।তুমি আমার ভালোবাসা, আমার প্রেমের ছবি,খুব যতনে, আদর করে তোমায় বুকের মাঝে রাখি।
ডালটি হলো সবুজ,ফুলটি হলো লাল,তোমার আমার ভালোবাসাথাকবে চিরকাল।
তোমাকে ছাড়া আমার পৃথিবী সাজে না,তোমাকে পাবোনা একথা মন মানে না।সহজে তোমাকে পাওয়া সাজেনা,হৃদয় দিয়ে তোমাকে পেতে চাই,না হলে ভালোবাসা পাওয়া যাবে না।
আমি হলাম সাগরতুমি হলে ঢেউ,চুপি চুপি প্রেম করবোজানবে নাতো কেউ।
তুম আছো আমার হৃদয় জুড়ে,তুমি আছো আমার স্বপ্নের মাঝেতুমি আছো আমার কাজে কর্মে,তুমি আছো মনে, তুমি আছো যে মোর কাব্যগ্রন্থে!
তুমি দূরে দূরে থেকো না,আমার কাছে এসে বলো ভালোবাসি.!ভালোবাসি বললে তুমি,করবো আদর কষ্ট দেবো না।হৃদয়ের গহীনে রাখবো তোরে,হারিয়ে যেতে দেব না।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা,তুমি আসলেই ডাউনলোডে দেবো আনলিমিটেড ভালোবাসা।
রাতের আকাশে অনেক তারা।একলা লাগে তােমাকে ছাড়া।শুধু ভাবি তােমার কথা।কেমন আছাে, আমাকে ছাড়া ?
ভালোবাসার ছোট কবিতা
যাবে কি পুকুর পাড়ে রাতের বেলায়,দুজন মিলে জোস্না ছুঁবো তারার মেলায়,তোমার কোলে মাথা রেখে দেখবো ওই চাঁদ,ভালোবেসে কাটিয়ে দেব সারা নিশি রাত !!!!
ওই দেখা যায় প্রেম গাছ, ওই আমাদের আশা,ওই খানেতে বাস করে ভালোবাসা.ভালোবাসা তুই চাস কি ?মনের মতো মন পাস্ কি ?একটা যদি পাস্, আমায় খবর দিয়ে যাস !
তুমি আমার প্রথম সকাল,একাকী বিকেল, শান্ত দুপুর বেলা,তুমি আমার সারা দিন, তুমি সারা বেলা,তুমি আমার একটু খানি ছোয়ায় অনেক খানি পাওয়া.তুমি আমার কড়া রোধের মিষ্টি শীতল হাওয়া !
জানিনা কি ভাবে তোমার দেখা পাবো,জানিনা তোমাকে কি ভাবে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাব তুমি আমায়,শুধু জানি আমার এই অবুজ মনটা ভীষণ ভালোবাসে তোমায় !!!
গভীর ভালোবাসার কবিতা
দেখেছিলেম তোমায় আমি পূর্ণিমার ই রাতে,চোখাচোখি হয়েছে সেদিন তোমার – আমার সাথে।কী অপূর্ব চাঁদনী রাতে, এলে যে মোর মনে,তোমায় নিয়েই গান বাঁধছি, থেকো আমার সনে।সেই গানের ই সুরকার যে বানাবো তোমায় আমি,
হবে না গো তাতে রাজি?- ওগো আমার রাণী!এই যাহ! রাণী বললুম, রাগ করো না যেন,হায়! এক দেখাতেই এত্তকিছু বলছি ই বা কেন?যাগগে, ছাড়ো, নামটা তো শোনা ই হলো না আর,নামটা বলো, তারপরেই দিবো তোমায় ছাড়।
তোমার নামে গান বাঁধবো, দিব তাতে সুর।সেই সুরের ই প্রচ্ছদে, ছড়াবে কোমল নূর।সেই নূর যে ছুঁয়ে যাবে তোমার মিষ্টি মুখ,আর কাটবে ভীষণ করে, তোমার যত দুখ।একবার নয়, দু’বার নয়, সুর ছড়াবো বারবার,সেই সুরের মন্ত্রে তুমি মানবে নিজেই হার।তারপর,,,,,
একছুট্টে চলে আসবে আমার হৃদয় মাঝে,তোমার জন্যই প্রহর গুণি সকাল-সন্ধ্যা-সাঁঝে।তোমায় তখন কব্জা করে নিব দু হাত ভরে,মোদের প্রেমালাপে পত্তর উঠবে নড়ে নড়ে।প্রকৃতি ও দুলবে মোদের মধুর বাক্যালাপে,পরাতন রা ঝরে পরবে সেই দুলুনির চাপে।আমার-তুমি, তোমার-আমি!- তাই হয়েই রব।জুড়াবে প্রাণ, ঘুচবে গরল, মধুর কথা কব।
আপনি আসলেই নিওটেরিক আইটির একজন মূল্যবান পাঠক । ১০০+ রোমান্টিক সুন্দর প্রেমের ভালোবাসার কবিতা এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ । এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবস্যয় আমাদের কমেন্ট করে জানাবেন । মানুষ হিসেবে না বুঝে কিছু ভুল করতেই পারি , তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাবেন ।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।
comment url