মৃত্যু নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী, ক্যাপশন ও কবিতা - mittu niye status

আপনারা যারা মৃত্যু নিয়ে উক্তি খুজছেন । আপনারা এই পেইজ থেকে খুব সহজেই মৃত্যু নিয়ে উক্তি  খুজে পাবেন। আমরা  আমাদের ওয়েবসাইটে আজকের পোস্টে মৃত্যু নিয়ে সেরা উক্তি উল্লেখ করেছি। তাই এখান থেকে খুজে নিন মৃত্যু নিয়ে উক্তি –

মৃত্যু নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী, ক্যাপশন ও কবিতা - mittu niye status - NeotericIT.com


মৃত্যু নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী, ক্যাপশন ও কবিতা নিয়ে নিওটেরিক আইটির নতুন পোস্টে আপনাকে অভিনন্দন । 


আরো থাকছে - 
  1. মৃত্যু নিয়ে কিছু কবিতা
  2. বাবার মৃত্যু নিয়ে উক্তি
  3. মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস
  4. মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস
  5. মৃত্যু নিয়ে লেখা
  6. মৃত্যু নিয়ে উক্তি পিক
  7. বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি
  8. শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি
  9. মৃত্যু নিয়ে ক্যাপশন
  10. মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস
  11. মৃত্যু নিয়ে উক্তি পিক
  12. মৃত্যু নিয়ে কিছু কবিতা
  13. চাচার মৃত্যু নিয়ে স্ট্যাটাস
  14. মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস
  15. বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি
  16. শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি

মৃত্যু নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি

গভীর অর্থসম্পন্ন মৃত্যু নিয়ে উক্তি ও স্ট্যাটাস মৃত্যু নিয়ে হুমায়ূনের উক্তি মৃত্যু নিয়ে হুমায়ুন আহমেদের বই থেকে কিছু লাইন: ১. মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার।নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না, যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার। (দেবী।প ৃ:৪৮) ২. মৃত্যু টের পাওয়া যায়।তার পদশব্দ ক্ষীন কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। (তোমাকে ।পৃ:৬৩) ৩. বেঁচে থাকার মতো আনন্দের আর কিছু নেই। (আগুনের পরশমনি।পৃ:৯৭) ৪. অসম্ভব ক্ষমতাবান লোকেরা প্রা্য় সময়ই নিঃসঙ্গ অবস্থায় মারা যায়। (আকাশ জোড়া মেঘ। পৃ:২৭) ৫. আমরা জানি, একদিন আমরা মরে যাব। এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।(মেঘ বলেছে যাব যাব।পৃ: ১৫৮) ৬. মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না।আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। (অপেক্ষা।পৃ: ১৪৬) ৭. বিবাহ এবং মৃত্যু-এই দুই বিশেষ দিনে লতা পাতা আত্মীয়দের দেখা যায়। সামাজিক মেলা মেশা হয়। আন্তরিক আলাপ হ্য়। (একজন হিমু কয়েকটি ঝি ঝি পোকা।পৃ: ৮১) ৮. আসল রহস্য পদার্থ বিদ্যা বা অংকে না- আসল রহস্য মানুষের মনে। আকাশ যেমন অন্তহীন মানুষের মনও তাই।পৃথিবীর বেশির ভাগ অংকবিদ আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসতেন। আকাশের দিকে তাকালে জাগতিক সব কিছুই তুচ্ছ মনে হয়। We are so insignificant. আমাদের জন্ম মৃত্যু সবই অর্থহীন। (আমিই মিসির আলি। পৃ: ৭৯) ৯. মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার।একে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যে বে্ঁচে আছি এটাই একটা মিরাকল। (কবি।পৃ:১৯১) ১০. মানব জীবন অল্প দিনের।এই অল্প দিনেই যা দেখার দেখে নিতে হবে। মৃত্যুর পর দেখার কিছু নেই। দোযখে যে যাবে- সে আর দেখবে কি- তার জীবন যাবে আগুন দেখতে দেখতে। আর বেহেশতেও দেখার কিছু নাই। বেহেশতের সবই সুন্দর। যার সব সুন্দর তার সৌন্দর্য বোঝা যায় না। সুন্দর দেখতে হ্য় অসুন্দরের সংগে। (কালো যাদুকর। পৃ:৭৮) ১১. সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই। (কোথাও কেউ নেই।পৃ: ৪০) ১২. দুঃখ-কষ্ট সংসারে থাকেই।দুঃখ কষ্ট নিয়েই বাঁচতে হয়। জন্ম নিলেই মৃত্যু লেখা হয়ে যায়। (কোথাও কেউ নেই।পৃ: ৩৬) ১৩. শোকে-দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়।কবর দিয়ে দেয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে-“ও মরে নাই”। (ছায়া সঙ্গী।পৃ: ১৪) ১৪. ঘুম হচ্ছে দ্বিতীয় মৃত্যু। (পারাপার। পৃ:২২) ১৫. মানুষ হচ্ছে একমাত্র প্রাণী,যে জানে একদিন তাকে মরতে হবে।কেননা অন্য কোনো প্রাণী মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় না, মানুষ নেয়। (একা একা।পৃ:১০) ১৬. মৃত্যু ভয় বুদ্ধিমত্তার লক্ষ্মণ। শুধু নির্বোধদেরই মৃত্যু ভয় থাকে না। (নি।পৃ:২৫) ১৭. মৃত্যুতে খুব বেশি দুঃখিত হবার কিছু নেই। প্রতিটি জীবিত প্রাণীকেই একটা নির্দিষ্ট সময়ের পর মরতে হবে। তবে এ মৃত্যু মানে পুরোপুরি ধ্বংস নয়। মানুষের শরীরে অযুত,কোটি,নিযুত ফান্ডামেন্টাল পার্টিকেলস যেমন- ইলেকট্রন, প্রোটন, নিউট্রন- এদের কোনো বিনাশ নেই। এরা থেকেই যাবে। ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। কাজেই মানুষের মৃত্যুতে খুব বেশি কষ্ট পাবার কিছু নেই। (নি।পৃ:১০) ১৮. অন্য ভুবনের দিকে যাত্রার আগে আগে সবাই প্রিয়জনদের দেখতে চায়।(আমার আপন আধার।পৃ:৭১) ১৯. যে মানুষ মারা যাচ্ছে তার উপর কোনো রাগ কোনো ঘেন্না থাকা উচিত নয়।

বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি

বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি,মৃত্যু নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি,বন্ধুদের নিয়ে উক্তি,মৃত্যু নিয়ে হুমায়ুন আহমেদের উক্তি,মৃত্যু নিয়ে উক্তি,মৃত্যু নিয়ে জনপ্রিয় উক্তি,#বন্ধুর মৃত্যু তে শোকাহত,মৃত্যু বিষয়ক উক্তি,মৃত্যু নিয়ে কিছু হাদিস,মৃত্যু নিয়ে স্ট্যাটাস,অবহেলা নিয়ে উক্তি,পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর,হুমায়ূন আহমেদের মৃত্যু নিয়ে জনপ্রিয় উক্তি,মৃত্যু বিষয়ক জনপ্রিয় উক্তি,বন্ধু নিয়ে কিছু কষ্টের কথা,মৃত্যু,বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কিছু উক্তি

মৃত্যু নিয়ে উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর (Death Quotes By Rabindranath Tagore)

রবীন্দ্রনাথ ঠাকুর,রবীন্দ্রনাথের উক্তি,রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী,রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি,রবীন্দ্রনাথ মৃত্যু,রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী,রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু,২২শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর,রবীন্দ্রনাথের বাণী,বিয়ে নিয়ে রবীন্দ্রনাথের উক্তি,রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু,রবীন্দ্রনাথ ঠাকুর এর বিখ্যাত বিশ উক্তি,রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প,রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী বাংলা,রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি

মৃত্যু নিয়ে কবিতা

আপনারা যারা মৃত্যু নিয়ে কবিতা খুজতেছেন , তাদের জন্য কবিতা , দেওয়া হলো - 
মৃত্যুর ডাক
– রুবিনা মজুমদার

মৃত্যুর কাছে প্রতিটি মানুষ বড়ই অসহায় ,
মৃত্যু যখন কাছে এসে বলে …
পৃথিবীর সব মায়ার বাঁধন ছিন্ন করে ,
আমার কাছে আয় চলে আয় ।
তবুও মানুষ ক্ষণিক জীবনের তরে
নতুন স্বপ্নগুলো করছে বপন ,
পরাজিত হয়েও জীবন যুদ্ধে
গড়ছে আপন ভুবন ।
নতুন বছর ফিরে ফিরে আসে ,
আবার চলেও যায় ,
সময়ের কাছে তবুও মানুষ
হয়ে পড়ে কেন এতো অসহায় ?
জীবনটা এতো ক্ষণিকের কেনো
কেউ কি বলতে পারো ?
তবুও কারো কাছে এর
কোনো উত্তর নেই যেনো ।
এই পৃথিবীর ক্ষণিকের মায়াডোরে ,
আলো আর আঁধারের মাঝে –
কেউ পড়ছেন নামায – কালাম
কেউ করছেন হজ্জ ,
কেউ বা আবার কালো টাকা গুনছেন
কেউ বা হচ্ছেন জর্জ ।
কেউ চালাচ্ছেন উড়োজাহাজ
কেউ বা মেশিনগান ,
কেউ বা আবার কেড়ে নিচ্ছেন
কতো অমূল্য প্রাণ ।
কেউ রাজা হয়ে রাজ্য শাসন করেন
অসহায় প্রজারা কেন ধুঁকে ধুঁকে মরেন ?
কেউ পড়ে প্রতারণার ফাঁদে
একাকী বসে বসে নীরবে কাঁদেন ।
কতো যাদুকর যাদু দেখিয়ে
মানুষের চোখে ধাঁ ধাঁ লাগিয়ে
বিখ্যাত হচ্ছেন বিশ্বময় ,
কতো বিজ্ঞানী নীল আকাশ দিয়ে পাড়ি
চাঁদ , গ্রহ , নক্ষত্রকে করছেন জয় ,
তবুও সব মানুষই একসময়
হয়ে পরেন মৃত্যুর কাছে বড়ই অসহায় ।

মৃত্যু নিয়ে আরো একটি কবিতা


মৃত্যু…. শুধু মুছে ফেলা নাম !

পৃথিবী কি থেমে যায় কখনও ?
এই যে মাত্র আলম সাহেবের জানাজা শেষ হলো
কেউ কি থেমে গেলো কোথাও ! থমকে কি গেলো
কাকেদের ওড়াউড়ি ? পার্কে মানুষের হাত ধরাধরি ?

বসে থাকা ভিখিরীও কি চুপ করে আছে
হাত না পেতে ! যে দু’টি কিশোরী ছড়াচ্ছে
বাদামের খোসা, একজোড়া কপোত-কপোতী ওড়াচ্ছে
স্বপ্নের ফানুস , সব কি থেমে গেছে ?

রিক্সার ক্রিং ক্রিং ভেসে আসে
ভেসে আসে হট্টগোল মেছো বাজারের,
যেসবে কান পেতে রাখা দায়
তাও কি খানিক থমকাবে মনে হয় ?

গুটিয়ে যাবে কি পৃথিবীর সব কাজ ?
যতো ধড়িবাজ , মাগীর দালাল, কোর্টের মহুরী,
ঘাটের ইজারাদার , বাস ড্রাইভার
থামাবে কি আজ সব বেলেল্লাপনা তার !

কিছুই থামেনা , না সূর্য্য – না পৃথিবী
না থামে বাতাস , না তুমি – না আমি
থামেনা কিছুই , শুধু বয়ে চলে ধরাধাম
কেবল একজন থেমে যায় , মুছে ফেলে নাম !

মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, স্ট্যাটাস


আপ্নারা যারা মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, স্ট্যাটাস খুজে বেরাচ্ছেন , তাদের জন্য দেওয়া হলো ১০ টা মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, স্ট্যাটাস । আশা করি ভালো লাগবে । 

১। প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে ।
— সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫

২। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ।
— সমরেশ মজুমদার

৩। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারনে-অকারনে বদলায় ।
— মুনীর চৌধুরী

৪। আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ ।
— সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬

৫। যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ।
— সুনানে ইবনে মাজাহ (৪২৫৯ নং হাদিস )

৬। ভীরুরা মরার আগে বার বার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহন করে ।
— উইলিয়াম শেক্সপিয়র

৭। জীবনকে যেমন, মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে ।
— শহিদুল্লাহ কায়সার

* আমি আমার রবের সাক্ষাতের আশায় মৃত্যুকে ভালোবাসি।
— আবু দারদা (রা)

৮। মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাদতো ।
— হযরত মোঃ (সাঃ)

৯। আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে, মারাও যাই অতৃপ্তি নিয়ে ।
— সাইরাস

১০। যে ব্যাক্তি মৃত্যুকে চিনে গেছে, তার জন্য দুনিয়ার মুসীবত ও দুঃখ সহ্য হয়ে গেছে ।
— কা’ব আল আহবার (রহ)

মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি ও বাণী

আপ্নারা যারা মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, স্ট্যাটাস খুজে বেরাচ্ছেন , তাদের জন্য দেওয়া হলো ১০ টা মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, স্ট্যাটাস । আশা করি ভালো লাগবে । 


১। মৃত্যু নিয়ে আমি ভীত নই, কিন্তু মরার জন্য তাড়াও নেই আমার, তার আগে করার মত অনেক কিছু আছে আমার ।
— স্টিফেন হকিং

২। মৃত্যুই আমাদের সবার গন্তব্য । কেউ কখনো এটা থেকে পালাতে পারে নি । এবং সেটাই হওয়া উচিৎ, কারন মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বড় আবিষ্কার । এটা জীবনে পরিবর্তনের এজেন্ট । এটা পুরনোকে ঝেড়ে নতুনের জন্য জায়গা করে দেয় ।
— স্টিভ জবস

৩। আমি মনে করি, মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন । এটি জীবন থেকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে ।
— স্টিভ জবস

মৃত্যু নিয়ে উক্তি

৪। সে-ই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয়।
— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

৫। নিকৃষ্ট তো সেই মৃতব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না।
— আল হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)

৬। তোমাদর আগে পৃথিবীতে যারা ছিলেন তারা মনে করতেন মৃত্যু তাদের সন্নিকটে। তাদের একেকজন পবিত্রতা অর্জনের জন্য পানি সংগ্রহ করে নিতেন, প্রকৃতির ডাকে সাড়া দিতেন এবং তারপর ওযু করতেন আল্লাহর নির্দেশের (মৃত্যু) ভয়ে যেন তা এমন অবস্থায় না আসে যখন তিনি পবিত্র অবস্থায় নেই।
— আল হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)

৭। আমার কাছে এটা কোন বিষয় নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি এবং কিভাবে যালিমরা আমার মৃত্যুদন্ড দেবে। আমিতো এতেই সন্তুষ্ট যে, আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি
— সাইয়েদ কুতুব (রহিমাহুল্লাহ)

৮। যারা ধর্ম পরিবর্তন করে তাদের মৃত্যুদণ্ডের সম্মুখীন হওয়া উচিত
— জাকির নায়েক

৯। এমনভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে নাহ, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেচেই ছিলে নাহ।
— শেখ সাদি

১০। আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান, কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন।
— তারিক রামাদান

১২। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার রাহমাত বর্ষিত হোক সেই মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেয়ার আগে থেকেই তিনি কথা কম বলেন, কুরআন অধ্যয়ন করেন, অতীতের সময়ের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন বুখারী ও মুসলিমে এবং আল্লাহর ইবাদাত করেন
— ইমাম আয-যাহাবী (রাহিমাহুল্লাহ)

১৩। আল্লাহ্‌ যদি কাউকে মারতে চান তাহলে কি তার কোনো আয়োজন করার প্রয়োজন আছে? তাহলে মরতে কিসের ভয়, একবারই তো মরতে হবে ।
— হুমায়ূন আহমেদ

মৃত্যু Status Bangla, আবেগঘন স্ট্যাটাস, সমবেদনা

পৃথিবী আজ মহামারীর কবলে

মানুষ ঘরবন্দি হয়েছে সংকটে
এ কী যন্ত্রনা?
এ শোকের নেই কোন সান্ত্বনা। 

ক্ষুধার যন্ত্রণা, কর্মহীন যন্ত্রণা
কারো বা একাকিত্বের যন্ত্রণা
এ কী দুর্ভিক্ষ যন্ত্রণা?
এ শোকের নেই কোন সান্ত্বনা। 

বুকের ভেতর জমতে থাকে, রঙ বাহারি ক্ষত;
চাপা শ্বাসের শোকে নিঃস্ব, সুপ্ত ইচ্ছেরা যত।
সুপ্ত ইচ্ছের আড়ালে আজও ভালোবাসা পড়ে রয় চাপা,
রঙ বাহারি ক্ষতরা তাই বন্দী আছে সেথা।

ভালোবাসাটা আজ হয়েছে নিরুত্তর
অভিমানের জ্বালা গুলো এখন হচ্ছে প্রখর। 

কর্ম ধর্মই মানুষ মানুষের রাখে অমলিন,
স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার নাম চিরদিন।
একদিন সবাইকে হতে হবে সমাধিতে বিলীন,
এই মৃত্যুর মিছিল থামার নয় কোন দিন।

জীবন দীপ নিভে গেল, 
মরণ অবেলার শেষে। 
মরণ ব্যাধি গ্রাস করে,
নিয়তির খেলার পরিহাসে। 

বুকের ভেতর জমতে থাকে, রঙ বাহারি ক্ষত;
চাপা শ্বাসের শোকে নিঃস্ব, সুপ্ত ইচ্ছেরা যত।

সজল নয়নে শ্রদ্ধাঞ্জলি জানাই
শোকাহত বেশে,
সকলের মাঝে ভালো থেকো তারাদের দেশে।

কোন দিন ও থামিবে না এই মৃত্যুমিছিল, 
মুনি, ঋষি সব একি পথের সামিল।
দিনান্তের শেষে নীলাম্বরে সূর্য ঢলে অস্তানীল,
চিরন্তন সত্যের খাতায় ঋষি হয় বিলীন।

ইচ্ছেদের ধমনীতে আজ শুধুই নীল রক্তের স্রোত,
ক্ষত বুকে আজও জমে, স্মৃতির ধূসর পাহাড়  যত।

যারা চলে যায় তারা আর ফেরেনা;
শুধু রেখে যায় একগুচ্ছ স্মৃতির বেদনা।
শোকতপ্ত মন ছটফট, অকালে ই গমনে বাহানা;
হোঁচটে ক্ষত বারংবার, রক্তাক্ত স্বপ্নের সীমানা। 

বুকের ভেতরটা মোচড় দিচ্ছে, কি লিখবো ঠিক জনিনা
তুমি আজীবন থেকে যাবে হৃদয়ের গহীনে, 
তোমার ‘বেলা-শেষ’ এ কথা মানিনা ! 

হয়তো চিরজীবন কেউই থাকে না, এটাই বাস্তব যে ‘জন্মিলে মরিতে হবে’ তবু মানুষের মৃত্যু এতটা শোক উপহার দিতে পারে তা বোধহয় চলে যাওয়ার পর বোঝা যায় বেশি ।

উজ্জল নক্ষত্র চিরকাল,
প্রজ্জ্বলিত থাকে আকাশে।
তুমিও রবে মনের মণিকোঠায়, 
হৃদয়ের ক্যানভাসে। 

আবেগের দীর্ঘশ্বাসে বাঁচে বিরক্তিকর স্মৃতিচারণ,
অবহেলিত মন খোঁজে একাকীত্বের নির্বাসন।
অনুভূতির উৎকন্ঠায় শোকাভিভূত পথ নির্ধারণ,
অশ্রুসজলে ছোঁয় শীতলতা বুকচাপা নিদর্শন।

তুমি দেখেছো, ভালোবাসা গুলো ক্ষতের তালিকায় অব্যাহত…
আমি জেনেছি, বিশ্বাসের প্রতিটি বিন্দু অবিশ্বাসে’ই শোকাহত।

যতোবারই ভাবি ভুলে যাবো তোমায়, 
সরিয়ে নেব মনের আয়না। 
ভুল ছিল সে মনের ভাবনা আমার, 
তোমায় সত্যিই ভোলা যায় না। 

যতবার ভাবি ভুলে যাবো সকল স্মৃতি, 
মুছে ফেলবো তোমার দেওয়া অনুভূতি।
ভোলা যাবে না জানি তোমার ব্যক্তিত্ব;
স্মৃতির অন্তরালে লুকানো তোমার অস্ত্বিত্ব।

হয়তো বৃষ্টি এসেছিল, 
অবসন্ন মেয়েটির ক্ষতবিক্ষত হৃদয়ের পৃষ্ঠতলে এঁকে যাওয়া প্রেমিকের পদচিহ্ন মুছিয়ে দিতে;
হয়তো বৃষ্টি এসেছিল, 
বাকরুদ্ধ এলোকেশী মেয়েটির চোখের ঐ ছড়ানো কাজল এলোমেলো করে দিতে।

সেই স্মৃতির ধূসর ক্ষেতে,
আজ নিকোটিনের জীবনগ্রাসী আস্তরণ;
সত্যিই মনটা বড়ই বোকা ছিল রে,
তাই তোকে নিজের ভেবে স্বপ্ন দেখছিল অকারণ

সময়ের ফাঁকি, ছলছল আঁখি
রাখীতে ভাই তুই কই..?
জীবাশ্মে খুঁজি, যেন স্মৃতিরা শশী-
আঁধারের পথে একা জেগে রই!!

একাকী গেলি চলে, কোন ধরা তলে-
বন্ধনে ছিল গরমিল বুঝি?
আকন্ঠ করি পান আজ এ শোক সুরা, 
এই পূর্ণিমা যেন শাওনের নিশি। 

ইচ্ছে যতই চেষ্টা করুক ডানা মেলে ওড়ার
ব্যর্থ স্বপ্ন মনে করায় কিছুই নেই করার।।

যাও হে বন্ধু,
গিয়ে ভালো থেকো 
না ফেরার দেশে

তুমি তো বাঁচার গল্প বলতে 
তোমার প্রাপ্য ছিলনা
এই পরিণাম অবশেষে

তাদের নদীতীরে যাত্রী এসে একটু হিল্লোল হোক,
ঘিরেছে যাদের স্তব্ধতা, রাত জুড়ে দুঃখ-শোক।

স্বজন হারানোর পর বোঝা যায় যে সে কতটা “স্বজন ছিল”

মৃত্যুর উদ্দাম নৃত্য! যাত্রা শেষের গান…
গনচিতার উদগ্র উল্লাসে মুখরিত শ্মশান!
পবিত্র গঙ্গাবক্ষে ভেসে যায় লাশ!
কান পেতে শোনো মানবতার দীর্ঘশ্বাস!
শবের লোভে শকুনেরা নিশি জাগে…
চেনা পৃথিবীটা আজ বড় অচেনা লাগে!

মৃত্যু নিয়ে উক্তি

মৃত্যু নিয়ে উক্তি,মৃত্যু নিয়ে উক্তি,মৃত্যু,মৃত্যু নিয়ে ইসলামিক বাণী ও উক্তি,মৃত্যু নিয়ে হুমায়ুন আহমেদের উক্তি,জীবের মৃত্যু নিয়ে উক্তি,মৃত্যু নিয়ে ওয়াজ,মৃত্যু নিয়ে সেরা উক্তি,মৃত্যু নিয়ে কিছু কথা,মৃত্যু নিয়ে সমবেদনা,মৃত্যু নিয়ে জনপ্রিয় উক্তি,মৃত্যু নিয়ে কিছু বাণী,মৃত্যু বিষয়ক উক্তি,ইসলাম মৃত্যু নিয়ে কি বলে,মৃত্যু নিয়ে বাণী,মৃত্যু বিষয়ক জনপ্রিয় উক্তি,মানুষের মৃত্যু নিয়ে সেরা লেখকদের উক্তি,হুমায়ূন আহমেদের মৃত্যু নিয়ে জনপ্রিয় উক্তি,বিখ্যাত উক্তি

Quotes on Death in Bengali (Status & Caption)

মৃত্যু হল মানুষের জীবনের একটি সবথেকে কঠিন বাস্তব যা অবধারিত, কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। মৃত্যু জীবনের চিরসত্য। আমরা আমাদের দৈনন্দিন আলোচনা থেকে মৃত্যুকে সরিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু, অবশেষে আমাদের মেনে নিতেই হয়।

Sad Death Quotes in Bengali (মৃত্যু নিয়ে উক্তি)

কেউ মরতে চায় না। এমনকি স্বর্গে যেতে চায় এমন লোকেরা সেখানে যাওয়ার জন্য মরতে চায় না। এবং তবুও, মৃত্যু আমাদের সকলেরই ভাগ করে নেওয়া গন্তব্য। এর আগে কেউ এড়ায় নি, এবং এটিই এমন হওয়া উচিত, কারণ মৃত্যু সম্ভবত জীবনের একক সেরা আবিষ্কার। এটি জীবনের পরিবর্তন এজেন্ট। এটি নতুনটির জন্য পথ তৈরি করতে পুরানোদের সাফ করে দেয়।

মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস

যারা ফেইসবুকে স্টাটাস দেওয়ার জন্য মৃত্যু নিয়ে ফেইসবুক স্টাটাস খুজতেছেন , তাদের জন্য আমাদের এই ট্যাগের নিছে , মৃত্যু নিয়ে কিছু ফেইসবুক স্টাটাস দেওয়া হলো - 

  1. মৃত্যু এবং জীবন কিন্তু বিপরীত নয় বরং মৃত্যু হলো জীবনের অংশ।— হারুকি মুরাকামি
  2. মৃত্যু একটি জীবনকে ধ্বংস করতে পারে একটি সম্পর্ককে নয়।— মিচ আলবম
  3. মৃত্যু সবচেয়ে বড় ক্ষতি নয় বড় ক্ষতি হয় তখন যখন কেউ বেচে থেকেও মরে যায়।— নরমান কাজিন্স
  4. কিছু মানুষের মৃত্যু আপনার পুরো পৃথিবীকে শুন্য বানিয়ে দিতে পারে।— আলফন্সি ডি ল্যামারটাইন
  5. যখন মানুষ নিজেকে প্রকাশ করে না তখন ভাববেন সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে।— লরি হাসলে এন্ডারসন
  6. জীবন নিয়ে গর্ব মানুষের চিরকালের অথচ মৃত্যু কত সহজ কি নিঃশব্দে এসে চলে যায়।— সমরেশ মজুমদার
  7. ভীতুরা মরার আগে হাজার বার মরে। আর সাহসীরা একবারই মরে।— উইলিয়াম শেক্সপিয়ার
  8. প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।— আল-কোরআন
  9. মানুষের মৃত্যু হলে সে পচে যায় আর জীবন থাকলে প্রতি নিয়তই বদলায়।— মুনির চৌধুরী
  10. সে ই প্রকৃত মানুষ যে আত্মার মৃত্যুকে ভয় পায় শারিরীক মৃত্যুকে নয়।— ইবনুল কাইয়্যিম
  11. যারা ধর্মান্তরিত হয় তাদের মৃত্যুদণ্ড দেয়া ফরজ হয়ে যায়।— জাকির নায়েক
  12. যদি ভালো জীবনের আশা করেই থাকেন তবে কখনো ভুলিবেন না যে আপনাকে মৃত্যু বরণ করতে হবে।— তারিক রামাদান
  13. মৃত্যু হলো অনন্ত পথ যাত্রার প্রথম ধাপ।— আল-হাদীস
  14. আপনার জীবনে আনন্দ যেমন হঠাৎ করেই আসে তেমনি মৃত্যুও একদিন হঠাৎ করেই চলে আসবে।— ওয়াল হুইটম্যান
  15. আপনার জন্ম যেমন স্বাভাবিক ছিল তেমনু স্বাভাবিকভাবেই আপনার মৃত্যুও হবে।— বেকন
  16. মৃত্যুকে ভয় কেন পাও জীবনের দুঃসাহসিক অভিজানগুলোর একটা তো হলো মৃত্যু।— চার্লস ফ্রোহম্যান
  17. অসীমের পথ খোলক্র জন্য স্বর্ণ চাবি হচ্ছে মৃত্যু।— জন মিলটন
  18. মৃত্যুর মতো সত্য আর আশার মতো মিথ্যা নেই।— হযরত আলী রাঃ
  19. মৃত্যু যতটা না ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর হলো এর ভয়।— রবার্ট হেরিক
  20. মৃত্যু না হলে মানুষের চাওয়া কখনো ফুরায় না।

মৃত্যু নিয়ে ক্যাপশন

মৃত্যু নিয়ে ক্যাপশন। যারা মৃত্যু নিয়ে ক্যাপশন  ফেসবুক এ  দেওয়ার জন্য খুজেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা মৃত্যু নিয়ে ক্যাপশন দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন মৃত্যু নিয়ে ক্যাপশন –

১. ভীতুরা মরার আগে হাজার বার মরে। আর সাহসীরা একবারই মরে।
— উইলিয়াম শেক্সপিয়ার

২. প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
— আল-কোরআন

৩. মানুষের মৃত্যু হলে সে পচে যায় আর জীবন থাকলে প্রতি নিয়তই বদলায়।
— মুনির চৌধুরী

৪. সে ই প্রকৃত মানুষ যে আত্মার মৃত্যুকে ভয় পায় শারিরীক মৃত্যুকে নয়।
— ইবনুল কাইয়্যিম

৫. যারা ধর্মান্তরিত হয় তাদের মৃত্যুদণ্ড দেয়া ফরজ হয়ে যায়।
— জাকির নায়েক

৬. যদি ভালো জীবনের আশা করেই থাকেন তবে কখনো ভুলিবেন না যে আপনাকে মৃত্যু বরণ করতে হবে।
— তারিক রামাদান

৭. মৃত্যু হলো অনন্ত পথ যাত্রার প্রথম ধাপ।
— আল-হাদীস

৮. আপনার জীবনে আনন্দ যেমন হঠাৎ করেই আসে তেমনি মৃত্যুও একদিন হঠাৎ করেই চলে আসবে।
— ওয়াল হুইটম্যান

৯. আপনার জন্ম যেমন স্বাভাবিক ছিল তেমনু স্বাভাবিকভাবেই আপনার মৃত্যুও হবে।
— বেকন

মৃত্যু নিয়ে বাণী

  1. এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে অথচ দেহ জীবিত থাকবে। -[ সুফিয়ান সাওরী (রহ.)]
  2. কত বোকা সেই ব্যক্তি, যে জানে না তার মৃত্যু কখন হানা দেবে, কিন্তু এখনো সে এর সাথে সাক্ষাতের জন্যে প্রস্তুত নয়। -[ইবনে জাওযী (রহ.)]
  3. নিকৃষ্ট তো সেই মৃতব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না। -ইমাম আল-হাসান আল-বাসরি [জায ফিহি কালাম 'আলা হাদিস : ইয়াত্তাবিউ আল-মাইয়্যিতা সালাসান, পৃ ২৪]
  4. মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া।
  5. জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু। অথচ আমরা এটার ব্যাপারেই সবচেয়ে বেশি বেখবর।
  6. হতভাগা সেই যে মরে যায় অথচ তার পাপকর্মগুলো রয়ে যায়।
  7. মৃত্যু যখন সুনিশ্চিত তা আল্লাহর রাস্তায় হওয়াই শ্রেয়।
  8. তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। -[সূরা আন নিসা, আয়াত: ৭৮]
  9. আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই। - [আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ (রা.)]
  10. যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, তখন তাকে দুনিয়াদারী থেকে ঠিক সেইরুপ বাঁচিয়ে নেন; যেরুপ তোমাদের কেউ তার রোগী ব্যক্তিকে পানি থেকে সাবধানে রাখে। - [তিরমিযী ২০৩৬, হাকেম ৭৭৬৪]
  11. হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আমার জান্নাতে প্ৰবেশ কর। -[সূরা ফাজর ৮৯, আয়াত ২৭-৩০]
  12.  সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো? - [ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)]
  13. কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ; অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ। - [কবি আল মাহমুদ]

মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথের উক্তি (Tagore Quotes on Death in Bengali)

অস্বীকারের সুযোগ নেই, ‘মৃত্যু’ এমনই এক বাস্তব সত্য যে, মৃত্যু সম্পর্কে বিশ্বাসের কোন প্রয়োজন পড়ে না। যদিও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে নানা কথা প্রচলিত আছে। মৃত্যু পরবর্তী অবস্থা উঁকি দিয়ে কিংবা যন্ত্র দিয়েও অনুভবযোগ্য নয়, বিধায় বিষয়টি নিয়ে নানা কথা-চিন্তন উঠে আসাও স্বাভাবিক। মানুষ সবচাইতে বেশি ভয় করে মৃত্যুকে। তাই সব সময় মৃত্যুকে এড়িয়ে পালিয়ে বেড়াতে চায়। তবুও মৃত্যুকে আলিঙ্গন না করে কোনও উপায় নেই মানুষের।

রবীন্দ্রনাথ মৃত্যু নিয়ে অনেক ভেবেছেন। ‘অল্প বয়স থেকেই মৃত্যুবিরহ কাতর হৃদয়ের একটি আর্তনাদ, এই দুঃখস্বর প্রশ্নরূপে উত্থিত হয়েছে বার বার কিন্তু পরিণত বয়সে বিশেষ করে বিদায়ের কয়েক বছর পূর্ব থেকে মৃত্যু সম্বন্ধে বহু কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ—সেগুলি কেবল প্রশ্ন নয়, মানুষের চির-নিরুত্তর কিছু প্রশ্নের উত্তরও তার মধ্যে রয়েছে।’ একবার কঠিন রোগ থেকে মুক্তি লাভের পর একখানা চিঠিতে তিনি লিখেছেন, ‘মৃত্যুর ভিতর দিয়ে ফিরে আসা সকলের ভাগ্যে ঘটে না। যদি ঘটে, তবে অন্তত তখনকার মত অহমিকা শিথিল হয়ে আসে কতখানি স্থায়ী হয় বলতে পারিনে। প্রিয়জনের মৃত্যুর পর বৈরাগ্য আসে নিজের মৃত্যুর সময় দেখি যে সব জিনিস অত্যুক্তি করেছে। মৃত্যুর ব্যথা দেখে তাকে যেন অশ্রদ্ধা না করি।’ মৃত্যু বেদনা মানুষকে ক্ষণিকের জন্য হলেও পৃথিবীর প্রতি অনাসক্ত করে তোলে- এ বাস্তবতা ফুটে উঠেছে কবির কথায়। মৃত্যু যন্ত্রণায় কাতর হওয়া উচিত নয় বলে তিনি উপদেশ দিয়েছেন। সুতরাং রবীন্দ্রমানসে মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকার এই প্রত্যয় এবং ব্যঞ্জনা মূলত মৃত্যুচেতনায় সৌন্দর্য অবলোকনের নন্দিত প্রয়াস বলা যেতে পারে।



রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতা মৃত্যুর পরে

আজিকে হয়েছে শান্তি ,
জীবনের ভুলভ্রান্তি
সব গেছে চুকে ।
রাত্রিদিন ধুক্‌ধুক্‌
তরঙ্গিত দুঃখসুখ
থামিয়াছে বুকে ।
যত কিছু ভালোমন্দ
যত কিছু দ্বিধাদ্বন্দ্ব
কিছু আর নাই ।
বলো শান্তি , বলো শান্তি ,
দেহ-সাথে সব ক্লান্তি
হয়ে যাক ছাই ।

গুঞ্জরি করুক তান
ধীরে ধীরে করো গান
বসিয়া শিয়রে ।
যদি কোথা থাকে লেশ
জীবনস্বপ্নের শেষ
তাও যাক মরে ।
তুলিয়া অঞ্চলখানি
মুখ- ' পরে দাও টানি ,
ঢেকে দাও দেহ ।
করুণ মরণ যথা
ঢাকিয়াছে সব ব্যথা
সকল সন্দেহ ।

বিশ্বের আলোক যত
দিগ্‌বিদিকে অবিরত
যাইতেছে বয়ে ,
শুধু ওই আঁখি- ' পরে
নামে তাহা স্নেহভরে
অন্ধকার হয়ে ।
জগতের তন্ত্রীরাজি
দিনে উচ্চে উঠে বাজি ,
রাত্রে চুপে চুপে
সে শব্দ তাহার ‘ পরে
চুম্বনের মতো পড়ে
নীরবতারূপে ।

বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি, স্ট্যাটাস

আপনি কি বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি খুজতেছেন ? তাহলে এই উক্তি গুলো আপনার জন্য - 
  1. আমরা যখন আমাদের বন্ধুর মৃত্যুতে শোক করি তখন অন্যরা ওড়নার পিছনে তার সাথে দেখা করে আনন্দিত হয়।
  2. বন্ধুর মৃত্যু একটি অঙ্গ হারানোর সমতুল্য।"
  3. "কিছু লোক আমাদের জীবনে আসে হৃদয়ে ছাপ ফেলে যায়, এবং আমরা কখনই এক রকম থাকি না।
  4. একটি দুর্দান্ত বন্ধু হল লালন করার মতো বিষয়, তারা এই জীবনে আমার পাশে থাকুক বা পরের জীবনে আমার জন্য অপেক্ষা করুক।
  5. "সত্যিকারের বন্ধু কখনও চোলে যায় না। যারা তাকে ভালোবাসে তাদের স্মৃতিতে তার চেতনা বেঁচে থাকে।
  6. "আপনি কি জানেন, আপনি আপনার মৃত্য বন্ধুকে ভালোবাসা বন্ধ করতে পারবেন না, বিশেষত যদি তিনি জীবিত কারও চেয়ে ভাল ছিলেন?
  7. "আপনি যখন এক বন্ধুকে মৃত্যুর কাছে হারান তখন ব্যথা হয়, কিন্তু এর চেও বেশি বেথা হয় যখন আপনি এখনও বেঁচে থাকা কোনও বন্ধুকে হারিয়ে ফেলেন।" 
  8. এমনকি সেরা বন্ধুরা একে অপরের জানাজায় অংশ নিতে পারে না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url