সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua
সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua.
আচ্ছালামু আলাইকুম প্রিয় অতিথি - নিওটেরিক আইটি থেকে আপনাকে স্বাগতম । আপনি নিশ্চয় সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua সম্পর্কিত তথ্যের জন্য নিওটেরিক আইটিতে এসেছেন । আজকে আমি সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua নিয়ে বিস্তারিত আলোচনা করে এই আর্টিকেল সম্পন্ন করব । সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua সম্পর্কে আরো জানতে গুগলে সার্চ করুন - সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua লিখে অথবা NeotericIT.com এ ভিসিট করুন । মোবাইল ভার্সনে আমাদের আর্টিকেল পড়ুন । এই আর্টিকেলের মূল বিষয় বস্তু সম্পর্কে জানতে পেইজ সূচি তালিকা দেখুন। ওয়েব স্টোরি দেখুন
হ্যালো , ভাই ও বোনেরা , আশাকরি সকলে ভালো আছেন , আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ । হিজরি ১২ মাসের মধ্যে রমজান মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ন , আমাদের জন্য নেওয়ামত স্বরূপ । অফুরন্ত ফজিলত ও বরকতের পরিপ্রেক্ষিতেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান যেন নসিব হয় সে দোয়া করতেন। রজব এলেই তিনি পাঠ করতেন, ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজানে পৌঁছে দিন।’ তাঁর সুন্নত অনুকরণে আমরাও তা পাঠ করেছি এবং মহান আল্লাহ আমাদের এই রমজান পর্যন্ত জীবিত রেখেছেন। তাঁর দয়া ও অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম হলো কোরআন মাজিদ। কোরআন মাজিদ নাজিল হয়েছে রমজান মাসে। রমজানের নিজস্ব ফজিলতের সঙ্গে যুক্ত হয়েছে কোরআন মাজিদের ফজিলত। আল্লাহ বলেন, ‘রমজানে নাজিল হয়েছে কোরআন। এটি সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশনা ও সুস্পষ্ট হেদায়েত এবং সত্যাসত্যের পার্থক্যকারী। রমজানে রয়েছে লাইলাতুল কদর; যা হাজার মাসের চেয়েও উত্তম।’
তাহলে চলুন জেনে নি সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua
সেহরির নিয়ত আরবি
সেহরির দোয়া বা নিয়ত আরবিতে দেওয়া হলো নিছে ঃ
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
সেহরির নিয়ত আরবি - সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua - NeotericIT.com
সেহরির দোয়া বাংলা উচ্চারণ
সেহরির দোয়া বাংলা উচ্চারণ দেওয়া হলো ।
ঊচ্চারন ঃ নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।
সেহরি সম্পর্কে হাদিস
সেহরি খাওয়া সুন্নাত , তবে আপনি যদি সেহরি খেতে না পারেন , তাহলে রোজা রাখবেন না এই হতে পারবেন না । কারন রমজান মাসের ৩০ টা রোজা ফরজ । আপনি সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে । নাহলে গুনেহগার হতে হবে ।
হাদিস শরিফে আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত রয়েছে। ’ -সহিহ মুসলিম: ১/৩৫০
হজরত জায়েদ ইবনে সাবেত (রা.) বর্ণনা করেন, ‘আমরা হজরত রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে সেহরি খেলাম, অতপর তিনি নামাজের জন্য দাঁড়ালেন। আমি বললাম, আজান ও সেহরির মধ্যে ব্যবধান কি (পরিমাণ) ছিল? তিনি বললেন, পঞ্চাশ আয়াত পরিমাণ। ’ -বোখারি ও মুসলিম
ইফতারের দোয়া আরবি
بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
সেহরি ও ইফতারের সময়সূচি জানতে এইখানে ক্লিক করুন এবং আপনার জেলা নির্বাচন করুন ।
আপনি আসলেই নিওটেরিক আইটির একজন মূল্যবান পাঠক । সেহরি ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ - sehri and iftar dua এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ । এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবস্যয় আমাদের কমেন্ট করে জানাবেন । মানুষ হিসেবে না বুঝে কিছু ভুল করতেই পারি , তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাবেন ।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।
comment url