বন্ধুকে শুভ সকাল জানানোর স্ট্যাটাস | শুভ সকাল মেসেজ - shuvo sokal sms
বন্ধুকে শুভ সকাল জানানোর স্ট্যাটাস | শুভ সকাল মেসেজ - shuvo sokal sms.
আচ্ছালামু আলাইকুম প্রিয় অতিথি - নিওটেরিক আইটি থেকে আপনাকে স্বাগতম । আপনি নিশ্চয় বন্ধুকে শুভ সকাল জানানোর স্ট্যাটাস | শুভ সকাল মেসেজ - shuvo sokal sms সম্পর্কিত তথ্যের জন্য নিওটেরিক আইটিতে এসেছেন । আজকে আমি বন্ধুকে শুভ সকাল জানানোর স্ট্যাটাস | শুভ সকাল মেসেজ - shuvo sokal sms নিয়ে বিস্তারিত আলোচনা করে এই আর্টিকেল সম্পন্ন করব । বন্ধুকে শুভ সকাল জানানোর স্ট্যাটাস | শুভ সকাল মেসেজ - shuvo sokal sms সম্পর্কে আরো জানতে গুগলে সার্চ করুন - বন্ধুকে শুভ সকাল জানানোর স্ট্যাটাস | শুভ সকাল মেসেজ - shuvo sokal sms লিখে অথবা NeotericIT.com এ ভিসিট করুন । মোবাইল ভার্সনে আমাদের আর্টিকেল পড়ুন । এই আর্টিকেলের মূল বিষয় বস্তু সম্পর্কে জানতে পেইজ সূচি তালিকা দেখুন। ওয়েব স্টোরি দেখুন
শীতের শুভ সকাল স্ট্যাটাস
শীতের দুপুর মানেই, ছাদে রোদ পোহা ও সাথে রবীন্দ্রসঙ্গীত।
শীতের অলস দুপুর এসে, চুপটি করে পাশে বসে, যখন গল্প বলবে কানে, তখন কি পড়বে মনে?
শীতের দুপুর লেপের, তলায় কাটিয়ে দেওয়াই যায়! -কিন্তু যদি স্বপ্ন আছে? তাহলে তো পড়তে হবে ভাই ...।
কচি কাচারাও মেতে ওঠে, হরেক রকম মজায়, শীতের দুপুর আরামদায়ক, সূর্যি মামার ছটায়।।
শীতের মধ্যে কবিতা হয়না, ধরেছে বুঝি নতুন বায়না, আটকে গেছে নদীর বাণ, যতই তুমি গাও সে গান।
শীতের দিনে মেঘলা আকাশ, অবিরাম ঝরেছে বৃষ্টি। কাগজ কলম জুড়ে আজ হোক, রন্ধে ছন্দে কবিতা সৃষ্টি।।
তোমার ছন্দ কুয়াশা মাখে, শিশির ভেজা ঘাসে, আমার ছন্দ বদ্ধ ঘরে, শীতের পৌষ মাসে ।
শীতের দিনে মেঘলা আকাশ।কম বৃষ্টি ঠান্ডা বাতাস।
শীতের সকালে একটু মিঠে শুভেচ্ছাএনে দিল হাসি আরকুয়াশা ছোঁয়ার ইচ্ছা ।
এসে গেছে আবার শীত,,,সবাইকে শীতেরসকালের শুভেচ্ছা...
মাখবো রোদ শীতের ভোরে,মেলবো গা উজানে..বেহাগ যত না পাওয়া সোহাগরঙিন মনবাগানে...
কবিতা তুমি আমার শীতের কম্বলের ঊম।তুমি আমার বৃষ্টি ভেজা আত্মার ঘ্রান।কবিতা তুমি আমার চন্দ্রাহত অভিলাষ,তুমি নিখাদ প্রেম, প্রাণ আর প্রাণ ॥
শীতের সকাল যখনআলমোড়া ভাঙ্গেকুয়াশার চাদর তখননেশার মতো থাকে।
শীতের সকাল,ঘুমঘুম রেশকোলবালিশ জুড়ে মোহময় আবেশমায়ের ডাকে জাগা ছোটবেলার অভ্যেসঘুমঘুম চোখে green tea রচুমুক বদলে দেয় পরিবেশ।
কুয়াশা ঢাকা শীতের সকালআঁধার কাটেনি এখনোসূর্যি মামার এখন হয়নিকুঁড়ি দের ঘুম ভাঙানো
আটপৌড়ে শীতের দুপুর মিঠেরোদের নরম বাহার নকশীকাঁথা...কচি সবুজ হারানো সেই রাঙা উঠোনফিরে পাওয়ার ইচ্ছে হবার বিষণ্ণতা
শীতের ভোরে থাক উষ্ণ মন,এক কাপ গরম চায়ে রইলো..আজ সকালের আমন্ত্রণ।
খাবার যতই থাকুক ভালোগরম ভাত আর সিদ্ধ আলু,শীতের সকালে লাগে তৃপ্তযদি থাকে সাথে পেঁয়াজ ।
এসে গেল লেপেরভিতর মোবইলঘাটার দিন ।ওয়েলকাম শীতের দিন ।
শীতের সকালে নরম রোদহাতে গরম চায়ের কাপসাথে তুমি...
কুয়াশায় মোড়া শীতের সকাল,সাদা চাদরে মুখ *****মলি ফুলের গন্ধে ভরে,মনটা ব্যাকুলকাক ডাকা ভোরে,সুমধুর সুরেভেসে আসে" হরে -কৃষ্ণ" নাম....!!!ছোটদের কলরব - অ - আ ,ক-খগাছের ডগায় শিশির বিন্দুকরছে ঝক -মক....!!!!
শীতের আদরে চাদর বেছানো মাঠকফির চুমুকে আবেশিত পিকনিকহঠাৎ চমকে চারচোখ আজও মেলেদূরে বাঁশি বাজে শব্দেরা ঝিকঝিক।।
শীতের হিমেল পরশ শেষেরঙ ধরেছে পাতায়মনে ও বুঝি রঙ ধরেছেকবিতা ভরে খাতায়বসন্ত আজ লালে রাঙাপলাশ ফুলের বনেতবে,মানুষ বুঝি হুঁশ হারিয়েনির্বাক নির্জনেলাল রঙ তাই ধুসর মাটিফিকে রঙ যারধুলোয় মেশে বসন্ত তাইতাল কেটেছে তার।
Welcome to "শীতকাল"তাই সকলকে জানাইশুভ শীতের সকাল ।
শীতের সঙ্গে আজ, ঘুম চোখ মিশে গিয়েযদি আঁকে তোর কোনো ছবিশব্দ ছন্দ নিয়ে স্বপ্নে হাজির হলেআমার কবিতা তুই হবি?তা যদি পারিস হতে,তবে জীবনের স্রোতেভেসে যাবো বহুদুরে সাথে নিয়ে সবই ।
নরম রোদের চাদর গায়ে, কাঁপছে বুড়ো শীত,কুয়াশা নাকি রোদ জাগবে? কার হবে হার-জিত?জানলা জুড়ে শীতের আমেজ, বইয়ের পাতায় থাক,ধনীর বাড়ির কম্বলে আজ, গরিবটা সুখ পাক।আকাশ জুড়ে পরিযায়ী, খেজুর গুড়ের ধুম,কারোর সকাল চোখ খোলেনি, রাতটা যে নির্ঘুম!আসর জমাক শীতের সকাল, আদর ভরা রাত,যেমন করে শান্তি খোঁজে, শীতার্ত মৌচাক।
বাঙালীর শীতকালমানে"বিকেল বেলায় ভলিবলতোরাতের বেলায় ব্যাডমিন্টন"
শীতের সকাল, মেঘলা সকাল,হয় কুয়াশা নয় মেঘ,যাই হোক রবির তেজ কম,দিনটি খুব ভালোই কাটুক,শীতের শুভ সকাল।
কবিতা পর শীতের ছোঁয়া তেনাম রাখ বইয়ের মলাটে,গাছ পাতায় ছড়িয়ে রাখ ছবি আমারকবে জানি শীত তোর আসবে আবার।
শীতের দুপুর, খোলা জানলা,হালকা রোদ্দুর আর একটু আধটু শরৎ-রচনা।সব শান্তিকে হার মানায়।।
শীতের দুপুর, একলা ছাদেআদরমাখা রোদ্দুর হয়ো।তুমি আমার আবেগ হয়ো,তুমি আমার কবিতা হয়ো
কুয়াশা ঘেরা ভোরশীতে মোড়ানো চাদর,হিম হিম ঠাণ্ডা হাওয়াবাতায়নে মিষ্টি রোদের ছোঁয়া।শিশির ভেজা ঘাস ফুলপ্রকৃতি শীত প্রেমে ব্যকুল ,খেজুর গাছের রসের হাড়িগন্ধে মৌ মৌ সারা বাড়ি।
তাপ জমেছেতোর ঠোঁটেশীত মানোওভার কোটে ।
জবুথবুকাঁপছি আমিফাঁটছে ঠোঁটমায়ের হাতেরগরম চা আরবোরোলিনই ভরসা হোক...
তোমার শহরে শীত নামলে আমার শরীরেরওমে তেমায় আগলাতাম আমি ,নলেনগুড়ের মিষ্টি আর শীতেরমতোই হিট হয়েছিলো আমাদের জুটি ।শীতের কমলালেবু আর কেকের মতোইআমাদের প্রেম ছিল ভিষণ দামি,তা ঝরা ম্যাপেলে পা রেখে শীতেরমতোই নিঃশব্দে নিলাম তোমার থেকে ছুটি ।
বুঝলাম নাশীত কি Horlikcs খাচ্ছেনা Complan খাচ্ছেদিন দিন এত্ত বেড়েই যাচ্ছে ।
শীতের রাত,,অনেক গভীর হয়ে গেছে,চোখের কোনে এখনো ঘুম আসেনি..শীতের রাত,,অনেক গভীর হয়ে গেছেচোখের পাতার এখনো শান্তি জোটেনি ।
শীতকালে একটাই সমস্যাছায়াতে বসলে শীত লাগেআর রৌদ্রে বসলে মোবাইলেরডিসপ্লেতে কিছু দেখা যায় না ।
এখনও কিছুটা শীতের ভিড়েঘড়ির কাটায় সময় বাকি..রাতের পাড়ায় তন্দ্রা ঘনায়তখনই তোমায় হৃদয়ে আঁকি ।
সেই শীতের সকাল, সঙ্গী লেপের আদুরে ছোঁয়া,সেই শীতের সন্ধে, সঙ্গী কফি কাপের ধোঁয়া।সেই শীতের দুপুর, সঙ্গী এক মিঠি রোদ্দুর,সেই শীতকাল, সঙ্গী পিঠে-পুলি, নলেন গুড়।।
ভোর হয়েছে ভ্রমরের গুন্জনে,শিশিরবিন্দু মুক্ত ছড়িয়েছে ঘাসে।শীতের পরশ লেগেছে খেজুরের রসে,দোয়েল জানাই তার প্রিয় কার্তিক মাসে।
যতই ঠান্ডা পড়ুকশীতকাল প্রিয় ঋতুছিল, আছে, থাকবেI love Winter,
শীতকালে ২-৩ দিন পর পরগোসল করলে সাবান পর্যন্ত জিজ্ঞেস করেকি ব্যাপার মালিক কোথায় ছিলেনএতদিন?আপনার কথা খুব মনে পড়ছিল?
শীতের শুভ সকাল মেসেজ
আগামীকালের জন্যে অপেক্ষা করে বসে থেকো না,আজকেই বাঁচো প্রাণ ভরে...কারণ আগামীকাল আসে না কখনো....সুপ্রভাত....
আগে ঘুম ভাঙ্গত পাখির কিচির মিচির ডাকে...এখন ঘুম ভাঙ্গে একটি SMS এ ...সে SMS টি দেয় সেও এক ডানা-পালক বিহীন পাখি...সে হল আমার জানপাখি...গুড মর্নিং জানপাখি
আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে, হিম-হিম শীতে শরীরটা কাপছে। রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে। কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে। গুড মর্নিং।
আজ তোমার জন্যে বিশেষ ব্রেকফাস্ট্...যেখানে আছে এক প্লেট্ ভালবাসা,এক চামচ আশা,এক বাটি শান্তি,এক হাতা যত্ন আর এক গ্লাস্ প্রার্থনা...উপভোগ কর তোমার খাবার...কারণ তুমি ভগবানের তত্ত্বাবধানে আছো...সুপ্রভাত...
আজ থেকে এক বছর পরে এমন দিন তোমার জীবনে আসতেই পারে যেদিন আজকের দিনটার কথা মনে করে তুমি আফসোস করবে যে ঐদিন শুরু করলেই ভালো হত...তাই আলস্য ঝেড়ে ফেলে কাজ শুরু কর!সুপ্রভাত..
আজ মনে হয় কত কোটি বছর আগে তোমার জন্যে আমার মনে জেগে উঠেছিল ভালবাসা...আজও আশা মরেনি আমার...আজও অপেক্ষায় আছি তুমি ভালবাসবে বলে...জোর করে ভালবাসা হয় না জানি,তাই চেষ্টাও করি নি...ধরতে তো আসিনি তোমায়,এসেছি ধরা দিতে...
আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে। উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে। প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল। সুপ্রভাত।
আজ সকলে ঘুম থেকে উঠেই আমি ঈশ্বরের দেওয়া দুটো উপহার খুলেছি...সেই দুটি হলো আমার চোখ...সুপ্রভাত...
শুভ সকাল ইসলামিক স্ট্যাটাস
সাম্প্রতিক পোস্ট সমূহ
আপনি আসলেই নিওটেরিক আইটির একজন মূল্যবান পাঠক । বন্ধুকে শুভ সকাল জানানোর স্ট্যাটাস | শুভ সকাল মেসেজ - shuvo sokal sms এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ । এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবস্যয় আমাদের কমেন্ট করে জানাবেন । মানুষ হিসেবে না বুঝে কিছু ভুল করতেই পারি , তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাবেন ।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।
comment url